বিনোদন ডেস্ক : জাভেদ আখতারের পর এবার প্রিয়াঙ্কা চোপড়ার সমর্থনে মুখ খুললেন আয়ুষ্মান খুরানা। ‘অন্ধাধুন’ অভিনেতা বলেন, নিজের কাজ খুব ভালভাবেই জানেন প্রিয়াঙ্কা।
আয়ুষ্মান বলেন, “আন্তর্জাতিকস্তরে আমাদের দেশের খুবই ভালভাবে প্রতিনিধিত্ব করছেন প্রিয়াঙ্কা। তিনি শুধু ভারতীয় নন, বরং তিনি একজন গ্লোবাল আইকন। একজন সেনা অফিসারের মেয়ে হয়ে কীভাবে ভারতের প্রতিনিধিত্ব করতে হয় তা ভালভাবেই জানেন প্রিয়াঙ্কা।”
তবে শুধু আয়ুষ্মান নন, পাকিস্তান প্রসঙ্গে এর আগে জাভেদ আখতার ও কঙ্গনা রানাওয়াতকেও পাশে পান ‘দেশি গার্ল’।
জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে সম্প্রতি মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপরই পাকিস্তানের তোপের মুখে পড়েন বলিউড অভিনেত্রী। পাক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি চিঠি দিয়ে ইউনিসেফের কাছে দাবি জানান, রাষ্ট্রসঙ্ঘের গুডউইল অ্যাম্বাসাডার পদ থেকে সরানো হোক প্রিয়াঙ্কাকে। যদিও পাক মন্ত্রীর দাবিকে নস্যাত করে দিয়ে ভারতের অভিনেত্রীর পাশেই দাঁড়ায় রাষ্ট্রসঙ্ঘ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।