বিশ্বের প্রথম ওআইএসযুক্ত ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার ফোন!

INFINIX ZERO 20

ইনফিনিক্স তার Zero 20 ও Note 12 2023 স্মার্টফোন দুটি সেপ্টেম্বরের ২৭ তারিখে বাজারে ছাড়ে। আজকের আর্টিকেলে এ দুটি স্মার্টফোন সম্পর্কেই বিস্তারিত আলোচনা করা হবে।

INFINIX ZERO 20

INFINIX ZERO 20

ইনফিনিক্স এর এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি এর ডিসপ্লে দেওয়া হয়েছে। রেজুলেশন ২৪০০ গুণ ১০৮০ পিক্সেল। ৯০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড প্যানেলের স্ক্রিন রয়েছে।

MediaTek Helio G99 প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটিতে ৮জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ইন্সটল করা থাকবে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি চালিত হবে।

ইনফিনিক্স এর এ হ্যান্ডসেটের পেছনে তিনটি ক্যামেরা লেন্স রয়েছে। মেইন ক্যামেরা ১০৮  মেগাপিক্সেল। সামনে ৬০ মেগাপিক্সেলের শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা রয়েছে। OIS এর সাপোর্ট রয়েছে সেলফি ক্যামেরায়। প্রথম স্মার্টফোন হিসেবে এখানে একই সাথে OIS ও ৬০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা রয়েছে।

৪৫০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি স্মার্টফোনটির সাথে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার পেয়ে যাবেন।

ইনফিনিক্স এর এই স্মার্টফোনটির দাম বিশ হাজার রুপি ও ২৭ হাজার টাকা।

INFINIX NOTE 12 2023

ইনফিনিক্স এর এই স্মার্টফোনে ৬.৭ ইঞ্চি এর ডিসপ্লে দেওয়া হয়েছে। রেজুলেশন ২৪০০ গুণ ১০৮০ পিক্সেল। ৯০ হার্জ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড প্যানেলের স্ক্রিন রয়েছে।

MediaTek Helio G99 প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটিতে ৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ইন্সটল করা থাকবে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি চালিত হবে।

ইনফিনিক্স এর এ হ্যান্ডসেটের পেছনে দুটি ক্যামেরা লেন্স রয়েছে। মেইন ক্যামেরা ৫০  মেগাপিক্সেল। সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

৫০০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি স্মার্টফোনটির সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার পেয়ে যাবেন।

ইনফিনিক্স এর এই স্মার্টফোনটির দাম ১৪ হাজার রুপি ও ১৯ হাজার টাকা।