আন্তর্জাতিক ডেস্ক : দুর্লভ সরীসৃপ ক্রোকোডাইল লিজার্ড নিয়ে গবেষণার জন্য বিশ্বের প্রথম বিজ্ঞান কেন্দ্র চালু হয়েছে চীনে।
গত বুধবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে, দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে খোলা হয়েছে এ গবেষণা কেন্দ্র।
প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গমিটার এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে কুয়াংসি তাইকুইশান শিনিসরস ক্রোকোডিলারাস নামের এই রিজার্ভ। আগ্রহীরা এখানে এসে এই বিরল প্রজাতি সম্পর্কে জানতে পারবে। আবার গবেষকরাও নিজেদের মতো করতে পারবেন গবেষণা।
ক্রোকোডাইল লিজার্ড চীনের একটি প্রথম শ্রেণির সুরক্ষিত প্রজাতি হিসেবে শ্রেণিভুক্ত। এটি অত্যন্ত বিপন্ন। ধারণা করা হয় বিশ্বব্যাপী এখন মাত্র এক হাজার ৪০০টি ক্রোকোডাইল লিজার্ড আছে, যার মধ্যে ৫০০টি আছে তাকুইশান রিজার্ভে। কৃত্রিমভাবে প্রজনন করা ক্রোকোডাইল লিজার্ডও রয়েছে এখানে। সূত্র: সিসিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।