বিশ্বে প্রথমবারের মতো ফুল ফ্রেম রোবোটিক ক্যামেরা নিয়ে আসতে সক্ষম হয়েছে সনি। এ ক্যামেরায় সনি ইমেজ টেকনোলজিকে নিয়ন্ত্রণযোগ্য রোবোটিক সিস্টেমের সাথে যুক্ত করবে।
টেলিভিশন স্টুডিও এবং সিনেমার শুটিংয়ে সনির এ ক্যামেরা সব থেকে বেশি মানানসই হবে। এটি সর্বপ্রথম ক্যামেরা যেখানে ইন্টারচেঞ্জেবল লেন্স রয়েছে, ফুল ফ্রেম সেন্সর রয়েছে এবং PTZ ক্যামেরার ফাংশন রয়েছে।
সনির ক্যামেরা রিয়েলিটি শো, এপিসোড ড্রামা, টকশো ও মিউজিক ভিডিও করার সময় ব্যবহার করা যাবে। এমনকি কনসার্ট, বিবাহের অনুষ্ঠান, ফ্যাশন শো ও হোম থিয়েটার শ্যুটিং এর জন্য সনির ক্যামেরাটি উপযোগী হবে।
সনি ক্যামেরার মডেলের নাম দিয়েছে এফআর সেভেন। এটার ব্যবহার করার প্রক্রিয়া বেশ সহজ। এখানে ১০.৩ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। HDMI এর মাধ্যমে 4K রেজুলেশনে হাই কোয়ালিটি ভিডিও আউটপুট হিসেবে পাওয়া সম্ভব।
সনির অটোফোকাস টেকনোলজি এবং রিয়েল টাইম ট্রাকিং অপশন এ ক্যামেরায় দেওয়া হয়েছে। জুম ইন এবং জুম আউট খুবই স্মুথলি সম্পন্ন করা যায়। ক্যামেরার বিভিন্ন Angle যেমন Pan, Tilt ইত্যাদি ফিচার ব্যবহার করতে পারবেন।
সনির এফআর সেভেন ক্যামেরাটি ওয়েব এপ্লিকেশন এর সাথে সংযুক্ত করতে পারবেন। ক্যামেরাটি আপনি রিমোট কন্ট্রোলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। ওয়েব এপ্লিকেশনটি পিসি ও ট্যাবলেট এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন।
ক্যামেরার মধ্যে স্মার্ট স্ক্রিন ডিজাইন এর ফিচার থাকায় তা কন্ট্রোল করা বেশ সহজ। ট্যাবলেট দিয়ে QR Code স্ক্যান করে সহজে ক্যামেরাটি কানেক্ট করার সুবিধা রয়েছে। এমনকি ইন্টারনেট ক্যাবল বা ওয়াইফাই এর মাধ্যমে আপনি সনির এই ক্যামেরাটি সহজে কানেক্ট করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।