হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার দুই দশক পর এবারই প্রথম শীর্ষ দশের বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ তালিকায় মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটির অবস্থান এখন ১২তম।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স গত ১৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করে। সেখানে দেখা যায়, ৭ অক্টোবরের হালনাগাদ সূচকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ১২তম স্থানে নেমে গেছে।
একসময় সূচকের শীর্ষে থাকা দেশটি এখন বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে আগাম ভিসা ছাড়াই প্রবেশাধিকার পায়।
২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, ২০১৫ সালে দ্বিতীয়, আর ২০২৪ সালে সপ্তম। এবার নামল আরও নিচে—১২তম স্থানে।
হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)–এর তথ্যের ভিত্তিতে তৈরি করা এই সূচকে বিবেচনায় নেওয়া হয় ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য। একটি দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন, সেটিই নির্ধারণ করে সূচকে তার অবস্থান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।