বিশ্বের দ্বিতীয় পুরনো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে চরম হতাশাজনক অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ক্রিকেটবিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’ প্রকাশিত সাম্প্রতিক এক পর্যালোচনায় আইসিসি স্বীকৃত বিশ্বের শীর্ষ ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সর্বশেষ বা দশম অবস্থানে রয়েছে বিপিএল।

বিপিএলের দ্বাদশ আসর শেষ হওয়ার পরপরই এই র্যাঙ্কিং প্রকাশ করে ম্যাগাজিনটি। বিনোদন মূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক ব্যবস্থাপনা এই চারটি সূচকের ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করা হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, চারটির মধ্যে তিনটি সূচকেই বিপিএল রয়েছে তালিকার একেবারে নিচে। কেবল গ্রহণযোগ্যতার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে পেছনে ফেলে নবম স্থানে অবস্থান করতে পেরেছে বাংলাদেশি এই লিগ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ কোটিরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশে বিপিএলের বিপুল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজি মালিকানার ঘন ঘন পরিবর্তন, খেলোয়াড় দলবদলে অস্থিরতা, আর আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সময়সূচি বিপিএলের উন্নয়নের বড় অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লিগটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও প্রতিবেদনে বলা হয়। একই কারণে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)ও তালিকার নিচের দিকে অবস্থান করছে।
সামগ্রিক র্যাঙ্কিংয়ে প্রত্যাশিতভাবেই শীর্ষস্থান দখল করেছে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় আইপিএল এগিয়ে থাকলেও বিনোদনের বিচারে এসএ টি-টোয়েন্টিকে এগিয়ে রেখেছে ম্যাগাজিনটি।
আরও পড়ুনঃ
তালিকার বাকি অবস্থানগুলোতে রয়েছে তৃতীয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, চতুর্থ ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, পঞ্চম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), ষষ্ঠ পাকিস্তান সুপার লিগ (পিএসএল), সপ্তম যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), অষ্টম আইএল টি-টোয়েন্টি, নবম শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং দশম স্থানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


