জুমবাংলা ডেস্ক: প্রতিবছর বিশ্বের নামি-দামি ম্যাগাজিনগুলো নিজেস্ব দৃষ্টিভঙ্গি ও পাঠক জরিপ চালিয়ে আবেদনময় পুরুষ ও আবেদনময়ী নারীদেরকে নতুনভাবে পরিচয় করিয়ে দেন। ২০২২ সালে বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষের তালিকা প্রকাশ করেছে ‘পিপল’ ম্যাগাজিন। শ্বের সেরা আবেদনময় পুরুষের তকমা পেয়ে ক্রিস ইভানস জানিয়েছেন মজার প্রতিক্রিয়া।
‘সেক্সিয়েস্ট ইন্টারন্যাশনাল ম্যান অ্যালাইভ’-এ চলতি বছরে সবচেয়ে আবেদনময় পুরুষ তারকা ক্রিস ইভানস। তিনি‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ হিসেবেই অধিক পরিচিত।
সম্প্রতি তাকে দেখা গেছে রুশো ব্রাদার্সের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে। পিপল ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস ইভানস বলেন,‘এই খবরে আমার মা খুশি হলেও বন্ধুরা পচাবে।’
ক্রিস ইভানস ২০০০ সালে টেলিভিশন সিরিজে কাজ করে অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছাড়াও অন্যান্য মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ কাজ করেছেন তিনি। কাজ করেছেন ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো আরো অনেক সিনেমাতে।
সূত্র: ইন্ডিয়াটিভি নিউজ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel