দলবদলের বাজারে ম্যাঞ্চেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডের দর হু হু করে বাড়ছে। প্রায় প্রতি ম্যাচে গোল করাকে যেন নিয়মে পরিণত করা এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের বর্তমান বাজারদর নাকি ২০ কোটি ইউরো!
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ খেলে দুটি হ্যাটট্রিকসহ হলান্ড গোল করেছেন ১১টি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৫ ম্যাচে গোল করার পাশাপাশি মোট ৬ ম্যাচে তিনি গোল পেয়েছেন। সম্প্রতি ট্রান্সফারমার্কেটের প্রকাশিত তালিকায় এই মুহূর্তে হলান্ডই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
ফুটবলবিষয়ক ওয়েবসাইটটির হিসাবে, বর্তমানে হালান্ডের বাজারদর ২০ কোটি ইউরো। অথচ ২০১৬ সালের ডিসেম্বরে ১৬ বছর বয়সী হলান্ডের বাজারমূল্য ছিল মাত্র ২ লাখ ইউরো। সে সময় হলান্ড খেলতেন নরওয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব ব্রায়নেতে। এরপর অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গে গিয়ে গোলের পর গোল করে বড় ক্লাবগুলোর নজরে আসেন।
২০২০ সালের জানুয়ারিতে শীতকালীন দলবদলে হলান্ডকে পেতে অন্তত ৪০টি ক্লাব মাঠে নামে। শেষ পর্যন্ত তাকে ২ কোটি ইউরোতে কিনে নেয় জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। ওই মৌসুমেই তার বাজারদর হয়ে যায় ১০ কোটি ইউরো। ২০২২ সালে তার বাজারদর ১৫ কোটি ইউরো হলেও ম্যাঞ্চেস্টার সিটি অনেক কমে মাত্র ৬ কোটি ইউরোতে তাকে দলে নেয়।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে এসেও গোলের পর গোল করে যাচ্ছেন হালান্ড। পেপ গার্দিওলার অধীনে ১০৭ ম্যাচে ১০১ গোল করে ফেলেছেন। তাই তার বাজারমূল্য ২০ কোটি ইউরো ছুঁয়েছে। এর আগে মাত্র একজন ফুটবলারের বাজারমূল্য ২০ কোটি ইউরো ছুঁয়েছিল। তিনি ফ্রান্সের বিশ্বকাপজয়ী সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে্।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।