বিশ্বের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ে পড়েন সৌরভের মেয়ে, বার্ষিক বেতন শুনলে ঘুরবে মাথা

বিশ্বের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ে পড়েন সৌরভের মেয়ে, বার্ষিক বেতন শুনলে ঘুরবে মাথা

রাজকন্যা বলে কথা, বিশ্বের সবচেয়ে দামি কলেজে পড়েন সৌরভ কন্যা সানা!

স্পোর্টস ডেস্ক : গোটা বিশ্বের মধ্যে যে কটি খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University)। প্রায় ১০০০ বছরেরও বেশি পুরোনো এই বিশ্ববিদ্যালয়। এখানে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পড়াশুনো করেন তাঁরা নিজেদের ধন্য বলেই মনে করেন।

 বিশ্বের সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়ে পড়েন সৌরভের মেয়ে, বার্ষিক বেতন শুনলে ঘুরবে মাথা

খ্যাতিসম্পন্ন এই প্রতিষ্ঠানে পড়াশুনো করে নোবেল পুরস্কার পেয়েছেন মোট ৭২ জন। যা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি রেকর্ড বলেই মনে করা হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে মোট ৩০,০০০ এরও বেশি শিক্ষার্থী। বিশ্বের বহু কোর্স উপলব্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানে। তাই দিনের পর দিন বাড়ছে চাহিদাও।

তবে সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ বিষয় হল এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী। আর এই কারণেই তারকা ক্রিকেটারের পকেট থেকে খসাতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আর তার খরচ জানলে চমকে উঠবেন আপনি।

সমস্ত শিক্ষার্থীদের মধ্যে কিছুজন্যই স্কলারশিপের সুবিধা পান। বাকিদের থেকে বেশ মোটা অংকের ফি নেয় কলেজ। কিন্তু বৃত্তি না পেলে সেখানে পড়াশোনা করা খুবই জটিল এক বিষয়। কারণ বহিরাগত শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের ফি নেয় বিশ্ববিদ্যালয়। আর সেজন্য বহু তারকা, নেতা মন্ত্রীদের ছেলেমেয়ে পড়ার জন্য অক্সফোর্ডকেই বেছে নেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, সবাই এখানেই পড়াশোনা করেছেন। বলিউড সেলিব্রিটি সারা আলি খান সুযোগ পেলেও ভর্ত্তি হননি সেখানে।

অবশ্য শুধুমাত্র পড়াশোনার খরচই নয়, একইসাথে বিশ্ববিদ্যালয়কেও বেশ মোটা অংকের টাকা ফি হিসেবে দিতে হয়। জানিয়ে রাখি অক্সফোর্ড বিশ্বের ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তিন বছর পড়ার জন্য দিতে হবে ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা! এর সাথে যোগ হকবে টিউশন ও বিদ্যালয় ফি এবং থাকা-খাওয়ার খরচ।