বিশ্বের সবচেয়ে লম্বা ও সবচেয়ে খাটো নারী লন্ডনে বিকেলের চা পানের মধ্যমে উদযাপন করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দিবস। তুরস্কের ওয়েব ডিজাইনার রুমেইসা গেলগির উচ্চতা ৭ ফুট ০.৭ ইঞ্চি (২১৫.১৬ সেমি)। অন্যদিকে ভারতীয় জ্যোতি আমগে ২ফুট ০.৭ ইঞ্চি (৬২.৮ সেমি)। ৫ফুট উচ্চতার পার্থক্যের এই দুজন নারী সেদিন দেখা করেছিলেন স্যাভয় হোটেলে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তাঁরা আনন্দমুখর আয়োজনে একসঙ্গে বসে চা পান করেন এবং বেশ কিছুক্ষণ আড্ডা দেন।
গেলগি বলেন, আমাদের উচ্চতার পার্থক্যের জন্য মাঝেমধ্যে দৃষ্টি বিনিময় করতে কষ্ট হচ্ছিল। এ ছাড়া পুরো অভিজ্ঞতা ছিল চমৎকার। তিনি আরও বলেন, আমাদের দুজনের বেশ কিছু মিল আছে। আমরা নিজের যত্ন করতে পছন্দ করি। মেকআপ, জুয়েলারি,ম্যানিকিওর করতেও ভালো লাগে আমাদের।
অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব আমগে আক্রান্ত অ্যাকন্ড্রোপ্লাসিয়ায় । এই রোগে আক্রান্তদের শরীরের একটি প্রোটিন অস্বাভাবিক থাকে, যা হাড়ের বৃদ্ধি কমিয়ে দেয়। ফলে তাঁদের দৈহিক আকার ছোট হয়। এ রোগে মাতৃগর্ভেই ভ্রূণের বেড়ে ওঠার সময় হাত ও পায়ের টিস্যু আক্রান্ত হয়।
আকারে ছোটখাটো হলেও, সামাজিক মাধ্যমে একজন বড় তারকা আমগে। আমেরিকান ও ইতালিয়ান টিভিশোয়েও তাঁকে দেখা গিয়েছে। আমেরিকান হরর শো: ফ্রিক শো নামের মার্কিন টিভি সিরিজে মা পেতিত চরিত্রে অভিনয় করেছেন আমগে। আনুষ্ঠানিকভাবে তাঁকে বিশ্বের সবচেয়ে খাটো অভিনেত্রী হিসেবেও তালিকাভুক্ত করেছে জিডব্লিউআর। আমগে ইতালির লো শো দ্য রেকর্ড নামের টিভি অনুষ্ঠানেও বেশ কয়েকবার উপস্থিত হন। তিনি জানান যে তাঁরই মতো একজন গিনেস রেকর্ডধারীর সঙ্গে দেখা করতে পেরে তিনি খুবই আনন্দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।