আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে লকডাউনে থেকে এক দম্পত্তির মাথায় আসে একটি কনসেপ্ট, আর তাহলো বিশ্বের সবচেয়ে ছোট রেস্টুরেন্ট। এ দম্পত্তির নাম রাসমুস পেরসন এবং লিন্ডা কার্লসন। দিনে শুধু একজন ব্যক্তিই এই রেস্টুরেন্টের অতিথি হওয়ার সুযোগ পাবেন। -দ্য ইকোনমি, সিএনএন ট্রাভেল
রেস্টুরেন্টের কনসেপ্টটি হলো, টেবল ফর ওয়ান। রেস্টুরেন্টটিতে থাকছে শুধু একটি চেয়ার এবং একটি টেবিল। কার্লসনের ঘরে করোনা হানা দিয়েছিল, তখন পরিবারের সব সদস্য হোম কোয়ারেন্টাইনে ছিলেন।এমন পরিস্থিতিতে তাদের মধ্যে এমন রেস্টুরেন্টের ধারণা আসে।
সিএনএন ট্রাভেল জানায়, মে মাসের ১০ তারিখ স্টকহোম থেকে ৩৫০ কিলোমিটার দূরে ভার্মল্যান্ডে এই রেস্টুরেন্টির উদ্বোধন হতে যাচ্ছে।
আইসোলেশনে থাকা যে কোনো ব্যক্তিই সহজে উপভোগ করতে পারবে এখানে এসে। বা যারা একদম নিরিবিলি কোলাহলমুক্ত খাবার খেতে চান তাদের জন্য এ রেস্টুরেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।