আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে দীর্ঘ পায়ে হাঁটার পথ সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় অবস্থিত। ওই পথের দৈর্ঘ্য অন্তত ২৫ কিলোমিটার।
শনিবার ফিলিস্তিনি সংবাদমাধ্যম আলকুদস এ তথ্য জানায়।
আলকুদসের ওই বর্ণনায় জানা যায়, মক্কার হাঁটার পথটি বেশ কয়েকটি পবিত্র ভূমিকে সংযুক্ত করেছে। যার শুরু আরাফাহর ময়দান থেকে এবং মুজদালিফা হয়ে সেটি শেষ হয়েছে মিনায় গিয়ে।
বিশেষত হজ মৌসুমে হজযাত্রীরা দীর্ঘ এ পথ অতিক্রম করেন।
সূত্র : আলকুদস আরবি
প্রকৃতির বুকেই বিশাল এক গর্ত, গিলে খাচ্ছে সবকিছুই! বড় চিন্তায় বিজ্ঞানীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।