স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে লম্বা বোলার হিসেবে পাকিস্তানের ইরফান খানের নাম মুছে যাওয়ার উপক্রম। তারই স্বদেশী বোলারের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বলা হচ্ছে পাকিস্তানের ২১ বছর বয়সী বোলার মুদাচ্ছির গুজ্জারের কথা। অন্যরকম এক লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি, হতে যান বিশ্বের সবচেয়ে লম্বা বোলার।
গুজ্জারের উচ্চতা ৭ ফুট ছয় ইঞ্চি। কারও কারও দাবি ৭ ফুট চার ইঞ্চি। এই তরুণ ফাস্ট বোলার এখনও সেভাবে পরিচিত পাননি। গত বছর পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দারার্সের খেলোয়াড় উন্নয়ন কর্মসূচির অংশ ছিলেন তিনি।
আত্মবিশ্বাসী কণ্ঠে একদিন জাতীয় দলে খেলার আকাঙক্ষা জানালেন গুজ্জার, ‘আমার উচ্চতা আশীর্বাদ বলা চলে, আমি দ্রুত দৌড়াতে পারি এবং দ্রুতগতিতে বলও করতে পারি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেছেন, ‘সাত মাস আগে বোলার হওয়ার প্রশিক্ষণ নিতে শুরু করেছি। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা থেমে আছে। আশা করি একদিন বিশ্বের সবচেয়ে লম্বা বোলার হতে পারবো।’
হরমোনজনিত কারণে গুজ্জারের এই অস্বাভাবিক উচ্চতা, প্রাইমারি স্কুল ছাড়ার আগেই তিনি ছিলেন ৬ ফুট উচ্চতার। এই অস্বাভাবিক গড়নের কারণে তার বাবা-মাও কিছুটা ভয়ে ছিল। গুজ্জারের ভাষ্যে, ‘আমি স্কুল ও এলাকার মধ্যে সবচেয়ে লম্বা শিশু ছিলাম। যখন দশম শ্রেণিতে পড়ি তখনই ছয় ফুট লম্বা ছিলাম এবং হাইস্কুলে গিয়ে তো সাত ফুটের বেশি হয়ে গেলাম। আমি যত লম্বা হই, বাবা-মার দুশ্চিন্তা বাড়তে থাকে। আমার ভাই-বোনের চেয়ে কেন এত লম্বা হচ্ছি, সেটা তারা বুঝতে পারছিলেন না। তারা ভাবছিলেন, যদি এটা পরে আমার কোনও সমস্যা করে।’
এত লম্বার কারণে নানা সমস্যার মধ্যেও পড়তে হয় গুজ্জারকে। তার জন্য আলাদা করে জুতো-পোশাক বানাতে হয়। বাজারের কিছুই তার গায়ে লাগে না। স্কুলের বেঞ্চে বসতে সমস্যা হতো, রিকশাতেও ঠিকভাবে বসা মুশকিল ছিল। তাই যাতায়াত করা তার জন্য হয়ে উঠেছিল কঠিন।
অবশ্য উচ্চতার কারণে তিনি সেলিব্রিটিতেও পরিণত হয়েছেন। মুখে হাসি নিয়ে গুজ্জার বললেন, ‘লোকজন আমার সঙ্গে হাসি মুখে কথা বলে। আমার এটা অন্যরকম ভালো লাগে। স্বাভাবিক মানুষের মতো হয়তো অনেক কিছু করতে পারি না কিন্তু আমার উচ্চতা আল্লাহ প্রদত্ত এবং আমি তার প্রতি শুকরিয়া জানাই। আমি জনপ্রিয় এবং সবার আকর্ষণ উপভোগ করি।’
গুজ্জার যদি জাতীয় দলে জায়গা পেয়েই যান, তবে তার সম্ভাব্য সতীর্থ ইরফান যে পেছনে পড়ে যাবেন তা নিশ্চিত। ৭ ফুট এক ইঞ্চি লম্বা ইরফান বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে লম্বা বোলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।