ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি ভয় পান না। গত অক্টোবর ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ উল্লেখ করে তিনি জানান, ইউক্রেন–যুক্তরাষ্ট্র সম্পর্ক শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে দৃঢ়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রাশিয়ার হামলার পর ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লেও জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের বিষয়ে আশ্বস্ত। তিনি বলেন, “বিশ্ব ট্রাম্পকে ভয় পায়, কিন্তু আমি না। আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?”
জেলেনস্কি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, “ট্রাম্পের সঙ্গে বৈঠকে কিছু ছুড়ে মারার ঘটনা হয়নি, এটি আমি নিশ্চিত।” বৈঠকে তারা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন এবং মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, “আমি আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর, সম্ভবত কয়েক দশক বা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি হয়েছে।”
জেলেনস্কির এই মন্তব্য ইউক্রেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমা সমর্থনের ধারাবাহিকতাকে সামনে রেখে বিশেষ তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে খুব সম্মান করেন এবং তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।
পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তার প্রসঙ্গে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সহায়তাই যথেষ্ট নয়।
স্ত্রীর জানাজায় ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন যুবলীগ কর্মী সুমন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



