বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সঙ্গীতশিল্পী, পপরাজকুমারী টেইলর সুইফটের এরাস ট্যুর নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিশ্বব্যাপী অনুষ্ঠিত এই কিংবদন্তি কনসার্ট ট্যুরের আয়। আর এই হিসাব অনুযায়ী এরাস ট্যুরই বিশ্বের সর্বকালের সর্বাধিক আয় করা মিউজিক ট্যুর।
অবিশ্বাস্য হলেও সত্য যে এই কনসার্ট ট্যুরে টেইলরের নাচ-গান দেখেছেন ১ মিলিয়নের বেশি মানুষ। আর এই এরাস ট্যুরে সুইফটিদের নাচের তালে স্টেডিয়ামে ভূমিকম্প হওয়া থেকে শুরু করে টেইলরের কনসার্টে উড়ে আসা বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসির পারফরম্যান্সসহ নানা স্মরণীয় ঘটনা বিশ্বের মিউজিক ইতিহাসের পাতায় লেখা রয়ে যাবে। চলুন তবে এমন কিছু ঘটনা দেখে নিই।
২০২৩ সালের মার্চে শুরু হয় টেইলর সুইফটের এরাস ট্যুর। দেড় বছরের বেশি সময় ধরে বিশ্বের ৫টি মহাদেশের ২১টি দেশে ১৪৯টি শো করেছেন এই সময়ের সেরা সঙ্গীতশিল্পী টেইলর। ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই কনসার্ট ট্যুরের আয়, যা সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। ১০ মিলিয়নের চেয়ে বেশি মানুষ এই কনসার্টের শো দেখতে গিয়েছেন এই দেড় বছরে। আবার হিসাব করে দেখা গিয়েছে এখানে ৪৮৪ ঘন্টা ধরে গান গেয়েছেন পপ রাজকুমারী, যা প্রায় টানা ২০ দিনের চেয়েও বেশি।
তারকাদের মধ্যে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই। তবে বড় বড় সঙ্গীত তারকাদের অনেকেই বরং নিজেদেরকে ‘সুইফটি’ বলে দাবী করেন। এই তালিকায় আছেন কালের সেনসেশন, শর্ট অ্যান্ড সুইট সাবরিনা কার্পেন্টারও। ব্ল্যাক পিংক এর লিসা রীতিমতো সুইফটিদের সিগনেচার ফ্রেন্ডশিপ ব্যান্ড পরে এসেছেন এরাস ট্যুরের সিঙ্গাপুর লেগে। এদিকে এড শিরান আর গ্রেসি আব্রামসের মতো তারকাদের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে টেইলরকে।
একবার বা দুইবার নয়, তিন তিন বার ভূমিকম্প তৈরি হয়েছে কনসার্টে সুইফটিদের সম্মিলিত নাচানাচির ফলে। লস এঞ্জেলস, সিয়াটল আর স্কটল্যান্ডে এরকম সিজমিক এফেক্ট রেকর্ড করে দেখা গিয়েছে যে সুইফটকোয়েক আসলে কোনো মিথ নয়, বরগ বাস্তব।
বর্তমানে টেইলর সুইফটের সঙ্গে সিরিয়াস সম্পর্কে থাকা ফুটবল তারকা ট্রাভিস কেলসি টেইলরের কনসার্টে হাজির হয়েছিলেন সারপ্রাইজ দিতে। একসঙ্গে পারফর্মও করেছেন তাঁরা। টোয়াইলাইট-খ্যাত টেইলর লটনার খুব বেশিদিন ডেট করেন নি টেইলর সুইফটের সঙ্গে। তবে শুভকামনা জানাতে দেখা গিয়েছে তাঁকে এরাস ট্যুরের কনসার্টে এসে। যুক্ত্ররাষ্ট্রের ম্যাসাচুসেটসে ২০২৩ সালে জুলাই মাসে এরাস ট্যুরের কনসার্টে অবতারণা হয় এক অভূতপূর্ব দৃশ্যের। ঝমঝম বৃষ্টির মাঝে সাড়ে তিন ঘন্টা টানা গান গেয়েছেন টেইলর ভক্তদেরকে মাতিয়ে রেখে। এ এক স্মরণীয় দৃশ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।