Advertisement
  
  
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। যাদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৩৫ জনের। খবর ইউএনবি’র।
এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৪১৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ৫২ হাজার ২৪৯ জনের মধ্যে ২২ লাখ ৩ হাজার ৫৫০ জন স্থির অবস্থায় রয়েছেন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।
এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৮ হাজার ৬৯৯ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



