বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ‘বিশ্বের প্রথম কৃত্রিম গর্ভের সুবিধা’ সংক্রান্ত একটি একটি প্রতিবেদন আজ (১৯ জানুয়ারি) বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল জুমবাংলার বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে। পরে এটি পোর্টালটির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়।
প্রতিবেদনে বলা হয়, জার্মানির বায়োটেকনোলজিস্টরা কৃত্রিম গর্ভ সুবিধা নিয়ে এসেছেন। যা বিশ্বে এই প্রথম। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণ করা। ইকটোলাইফের এই প্রযুক্তির মাধ্যমে বছরে ৩০ হাজার সন্তান উৎপাদন করা সম্ভব হবে। বলা হচ্ছে ৫০ বছর ধরে গবেষণার মাধ্যমে এ প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে। এই প্রযুক্তির ধারণা প্রবর্তন করেন হাশেম আল-গাইলি। তিনি বলেন, এর মাধ্যমে সেই সব দম্পতি বাবা-মা হওয়ার সুযোগ পাবেন যারা কখনও সন্তান ধারণ করতে সক্ষম হবেন না। শুধু তাই নয় এই প্রযুক্তির মাধ্যমে বায়োলজিক্যালভাবেই পিতামাতা হওয়া যাবে।
পরবর্তীতে জুমবাংলা কর্তৃপক্ষ চেক করে দেখেছে যে, প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয়। এটি একটি অ্যানিমেশন ভিডিওর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই এই প্রতিবেদনকে মিথ্যা বলে গণ্য করা হচ্ছে।
ডিসক্লেইমার : সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা না বলে ‘বিভ্রান্তিকর’ তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করায় জুমবাংলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে এরকম প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে জুমবাংলা আরও সতর্কতা অবলম্বন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।