আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা ভাইরাসে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫৫৭ জন। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার। যুক্তরাষ্ট্রে আরও ৬ বাংলাদেশিসহ একদিনে সর্বোচ্চ ২ হাজার ২২৮ জনের মৃত্যুতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩শ’ জন। আক্রান্ত আছেন ৬ লাখের বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে কথার লড়াইয়ের পর, এবার সংস্থাটিতে অর্থ সহায়তা বন্ধে, মার্কিন প্রশাসনকে নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেটের ১৫ শতাংশ দেয়, যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, লকডাউন তুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। মার্কিন শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি জানিয়েছেন, লকডাউন তুলে দিতে পয়লা মের তারিখ নির্ধারণ হবে, অতি আশাবাদ।
বিদেশফেরতদের কারণে চীনে আবারও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা দিয়েছে। সোমবার শনাক্ত ৮৯ জনের মধ্যে ৮৬ জনই বিদেশফেরত। যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের পর নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে ফ্রান্সে। ইতালিতে একমাসের মধ্যে সবচেয়ে কম শনাক্ত হয়েছে। তবে মৃতের সংখ্যা সামান্য বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।