জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা বাবু সুজিত রায় নন্দী বলেছেন, গাণিতিক বিশ্লেষণে বিশ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন সর্বোচ্চ ত্যাগী নেতা।
আজ রবিবার বিকেলে রাজধানীর টি এন্ড টি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন। এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে ৭ দিন কারা ভোগ করেন।
বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে। মাত্র ৫৫ বছরে বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মৃত্যু ঘটে।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কারাবরণ করেছেন ৯৮৫৫ দিন কিন্তু তার মৃত্যু হয়েছে ৯৫ বছর বয়সে। এছাড়াও ভারতের মহাত্মা গান্ধী ২৩৩৮ দিন কারাবরণ করেছেন এবং ৭৮ বছর বয়সে হত্যাকাণ্ডে তার মৃত্যু হয়।
সেই হিসেবে বয়স ও ত্যাগের গাণিতিকহারে বিশ্বে বঙ্গবন্ধু সর্বোচ্চ ত্যাগী নেতা।
তিনি বলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এ দেশের জনগণ থাকবে, ততদিনই বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আলোকবর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সবাইকে উদ্যোগী হতে হবে। ’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।
টি এন্ড টি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের গর্ভনিং কমিটির সভাপতি মোহাম্মদ আবু তালেব, কলেজের অধ্যক্ষ কাজী কামরুজ্জামান, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাবেক ছাত্রনেতা উত্তম কুমার গুপ্ত, ছাত্রনেতা মিরাজ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।