জুমবাংলা ডেস্ক : ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী দুই থেকে চার ফেব্রুয়ারি প্রথম ধাপের আয়োজনে প্রায় ৫০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৫০ লাখের মতো মুসল্লি অংশ নেবেন বলে আশা আয়োজকদের।
আয়োজকরা জানান, এবারের প্রথম পর্বে ৫০ লাখ মুসল্লির মধ্যে প্রায় ১২ হাজার বিদেশি অতিথি যোগ দেয়ার কথা রয়েছে৷ তাদের থাকা-খাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে টিনের তৈরি অস্থায়ী শেড৷ এছাড়া ময়দানের পশ্চিম পাড়ের কামারপাড়া এলাকায়, মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রস্তুত করা হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী সেতু৷
প্রথম ধাপের আয়োজন শেষে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে তিন দিনের দ্বিতীয় ধাপের ইজতেমা।
এদিকে ইজতেমা আয়োজনের প্রস্তুতির ৯৫ ভাগ কাজ শেষ। কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাশ্রমে আয়োজন সফলতার দিকে যাচ্ছে। স্বেচ্ছাসেবকদের কেউ নিচ্ছেন বাঁশ, কেউবা দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত সর্বশেষ খুঁটি৷ শুধুমাত্র সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন হাজারো স্বেচ্ছাসেবী৷
আয়োজকরা জানান, মূল মঞ্চের প্রস্তুতি প্রায় সম্পন্ন৷ চলছে ধোয়া মোছার কাজ৷ মঞ্চের কাজ বাকি কাজটুকু সেরে নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা৷ ১৬০ একরের বিশাল ময়দানে টানানো হয়েছে সামিয়ানা৷ খুঁটিতে লাগানো হয়েছে মাইক। সংযোগ দেয়া হয়েছে বিদ্যুতের৷ প্রতিবারের মতো নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে বসানো হয়েছে সিসি ক্যামেরা৷
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.