বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সোনা জিতলেন ইথিওপিয়ার বারেগা

স্পোর্টস ডেস্ক: অ্যাথলেটিকস ইভেন্টকে নিয়ে অলিম্পিকে একটু বাড়তি উত্তেজনা থাকে। এতদিন এই ইভেন্টে নজর কাড়তেন উসাইন বোল্ট। এবারের টোকিও অলিম্পিকে নেই তিনি। তাকে ছাড়া অ্যাথলেটিকস ইভেন্ট শুরু হয়েছে ‍শুক্রবার।

এদিন প্রথম পদক নির্ধারণী ইভেন্টে সোনা জিতেছেন ইথিওপিয়ার সেলেমন বারেগা। ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী ও বিশ্ব চ্যাম্পিয়ন জশুয়া চেপটেগাইকে হারিয়েছেন তিনি।

২৭ মিনিট ৪৩ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন বারেগা। ২৭ মিনিট ৪৩ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে উগান্ডার চেপটেগাই দ্বিতীয় হন। তার স্বদেশি জ্যাকব কিপলিমো পেয়েছেন ব্রোঞ্জ।