বিশ্ব নিয়ন্ত্রন করছে রাশিয়ার রুবল!

রাশিয়ার রুবল

ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার মুদ্রা রুবলের মান কমতে শুরু করেছিল। তবে কিছুদিন ধরেই রুবলের মানের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বর্তমানে এক রুবলের মান বাংলাদেশি মুদ্রায় এক টাকা ৫১ পয়সা। তবে ৬২.১৩ রুবলে পাওয়া যাচ্ছে এক মার্কিন ডলার।

ব্লুমবার্গ জানিয়েছে, এ বছর বিশ্বের সেরা পারফরম্যান্স করা মুদ্রা রুবল। দুই দিনের সরকারি ছুটির পর মস্কো এক্সচেঞ্জ পুনরায় চালু হলে গত বুধবার ডলারের বিপরীতে রুবলের অগ্রগতি আবার শুরু হয়।

রাশিয়ার রুবলব্লুমবার্গের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের শুরুর তুলনায় ডলারের বিপরীতে রুবলের মান ১১ শতাংশ বেড়েছে, রিয়ালের হিসেবে ৯ শতাংশ বেড়েছে রুবলের মান। তা ছাড়া বিশ্বের ৩১টি প্রধান মুদ্রার মধ্যে শীর্ষ লাভকারী হয়ে উঠেছে রুবল।

ইউক্রেনে হামলার জেরে মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো, তার জেরে ক্রেমলিনের নেওয়া পদক্ষেপে রুবল লাভের দিকেই ধাবমান রয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙতে আমদানিকারকদের রুবলে প্রাকৃতিক গ্যাস কেনার দাবি তোলে মস্কো। এখন দেখা যাচ্ছে, ব্রাজিলের মুদ্রা রিয়ালের তুলনায় রুবল পারফরমার হিসেবে বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
সূত্র : ব্লুমবার্গ।

নায়ক থেকে শ্রীলঙ্কার ভিলেন রাজাপাকসেরা