বিনোদন ডেস্ক : অপেক্ষা বাড়লো বিশ্ব সুন্দরী মানশির। ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ খেতাব জয়ী মানশি চিল্লার। ‘পৃথ্বীরাজ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি।
রাজা পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে এই সিনেমা নির্মাণ করছে যশ রাজ ফিল্মস। এতে মানশির সঙ্গে আছেন অক্ষয় কুমার। আগামী ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু ভারতে তৃতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া ‘পৃথ্বীরাজ’ মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। তাই দর্শকের সামনে হাজির হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে মানশিকে।
‘পৃথ্বীরাজ’ সিনেমায় রাজা পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন মানশি চিল্লার। সিনেমাটির বড় অংশজুড়ে পৃথ্বীরাজ-সংযুক্তার প্রেম কাহিনি থাকবে বলে শোনা যাচ্ছে। এটি পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এর আগে গত বছর নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনাভাইরাসের কারণে পেছানো হয়।
এদিকে সিনেমা মুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও নতুন তারিখ এখনো কিছু জানাননি নির্মাতারা। জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই এটি মুক্তির পরিকল্পনা করবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।