জুমবাংলা ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সাপের কামড়ে এক ইমাম মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামে।
জানা গেছে, দীঘা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম একই গ্রামের মফিজ উদ্দিন মন্ডলের ছেলে হাফেজ আব্দুর রশিদ (২৮) সোমবার ভোরে নিজ বাড়ি থেকে ফজরের নামাজের জন্য মসজিদে যাবার পথে বিষাক্ত সাপ তাকে দংশন করে। তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় মসজিদে গিয়ে আজান দেন এবং ফজরের নামাজ মুসল্লিদের জামায়াতে পড়ান। নামাজের পর তিনি সাপের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মসজিদে ঢলে পড়েন। তাৎক্ষণিক মুসল্লিরা তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।