পুঁজিবাজার ডেস্ক : ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রডাক্টস লিমিটেডের এমডি মো. আলমগীর কবির বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ৩০ এপ্রিল ঢাকায় বিসিএমএর কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তাকে ২০১৯-২০ ও ২০২০-২১ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। ওই সভায় মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের এমডি ও মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ প্রথম সহসভাপতি এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের এমডি জহির উদ্দিন আহমেদ দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হন।
বিসিএমএর নবনির্বাচিত সভাপতি মো. আলমগীর কবির দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) এএমডি, জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান এবং প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিসিএমএর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—কোষাধ্যক্ষ পদে ফয়জুর রহমান বকুল (হিমালয় সিমেন্ট) এবং নির্বাহী সদস্য পদে আব্দুল খালেক পারভেজ (ডায়মন্ড সিমেন্ট), মো. মনোয়ার হোসেন (আনোয়ার সিমেন্ট), মো. খোরশেদ আলম (ফ্রেশ সিমেন্ট), আশরাফুল আমিন বাদল (হেইডেলবার্গ সিমেন্ট), পিএন আয়ার (ইনসি সিমেন্ট) এবং সাইফ রহমান (সেভেন রিংস সিমেন্ট)।
বিসিএমএর নতুন সভাপতি মো. আলমগীর কবির প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, তাদের কমিটি দেশের সিমেন্ট শিল্পের উন্নয়ন ও বিকাশে কাজ করবে। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দেবেন তারা। এ খাত থেকে সরকারি কোষাগারে সর্বোচ্চ রাজস্ব প্রদানে সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এখানে উল্লেখ্য, ছোট-বড় মিলিয়ে পাঁচটি বহুজাতিক কোম্পানিসহ মোট ৭৬টি সিমেন্ট কোম্পানি বাংলাদেশে বিদ্যমান।
মো. আলমগীর কবিরের আগে বিসিএমএর সভাপতি হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।