
জুমবাংলা ডেস্ক : ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এদিন ১ লাখ ২১ হাজার ২৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দেশের আটটি বিভাগের সব পরীক্ষা কেন্দ্রের উপস্থিতির চিত্রে এমন তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ২১ হাজার ৫৭২ জন। অনুপস্থিতি কারণ হিসেবে জানতে চাইলে আজ শনিবার (৩০ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানেন, অবশ্যই বিসিএস গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটিকে বাদ দিয়ে প্রার্থীরা অন্য পরীক্ষায় স্বাভাবিকভাবে যেতে চান না। তবে অনেকের কাঙ্ক্ষিত প্রস্তুতি থাকে না। ফলে একটি অংশ আসেন না। প্রতিবারই এমন একটি অংশ থাকেন।
পিএসসির সর্বশেষ তথ্যমতে, ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ২৬০ জন গতকাল পরীক্ষা দিতে আসেননি। বিসিএসে সংখ্যার হিসাবে সর্বোচ্চ অনুপস্থিতির রেকর্ড এটি। তবে এদিন আরও ১৬ নিয়োগ পরীক্ষা ছিল। অনেকে বিসিএসের কারণে ওসব পরীক্ষায় প্রতিযোগী কম থাকবে ভেবে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


