জুমবাংলা ডেস্ক : ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে প্রত্যেক আবেদনকারীকে একটি করে আইডি দেওয়া হবে, যা ইউনিক আইডি নামে পরিচিত হবে। চাকরিপ্রার্থীরা বিসিএস পরীক্ষার সব ধাপের প্রাপ্ত নম্বর ও ফলাফল নিজের সেই আইডিতে দেখতে পাবেন। এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর এখন চলছে এ-সংক্রান্ত বিধিমালা সংশোধনের কাজ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনটি ধাপে (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক) বিসিএস পরীক্ষা সম্পন্ন হয়।
বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর একজন প্রার্থী আবেদন করে শুধুমাত্র লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর জানতে পারেন। তবে ইউনিক আইডি দেওয়া হলে প্রার্থী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপের নম্বর জানতে পারবেন। শুধু তাই নয়, ইউনিক আইডি দিয়ে প্রার্থী পিএসসির ক্যাডার ও ননক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক করার অংশ হিসেবে প্রত্যেক চাকরি-প্রার্থী তার প্রাপ্ত নম্বর, ফলাফল নিজের আইডিতে (ইউনিক আইডি) দেখতে পাবেন।
তিনি আরও বলেন, আশা করছি, এটি ৪৭তম বিসিএস থেকেই কার্যকর করা সম্ভব হবে। এই ইউনিক আইডি দিয়ে পিএসসির ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। এতে বারবার আবেদন করার জটিলতা কমবে।
এদিকে ৪৮তম বিশেষ বিসিএসের আয়োজন করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। বিশেষ এই বিসিএসে শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী জুন মাসে প্রকাশ হতে পারে জানিয়েছে পিএসসি। সংস্থাটি বলছে, চলতি মে মাসেই এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হবে।
পিএসসির চেয়ারম্যানও আগামী ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার আশাবাদ জানিয়েছেন। এ ছাড়া দ্রুততম সময়ে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে আবার কাজ শুরু করেছে কমিশন। সেই সঙ্গে ৪৮তম বিশেষ বিসিএস আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি।
আজকের আবহাওয়ার পূর্বাভাস: কোথায় বৃষ্টি, কোথায় বাড়বে তাপমাত্রা
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান বলেন, ৪৮তম বিশেষ বিসিএসের আয়োজনের করতে বিধিমালা সংশোধনের কাজ চলছে। এরপর প্রজ্ঞাপন হলেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। যদিও চিকিৎসক ও প্রভাষক নিয়োগের জন্য একটি, না আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.