স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে বাড়তি সময় চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই চাহিদা মেনে নিয়ে ওয়ানডে সূচিতে বদল এনেছে পিসিবি।
বুধবার (৪ মার্চ) ওয়ানডে সূচিতে বদল আনার কথা নিশ্চিত করেছে পিসিবি।
পাকিস্তান সফরের তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে ৩ এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিল একমাত্র ওয়ানডে ম্যাচটি।
আগের সূচিতে ওয়ানডে আর টেস্টের মধ্যে কেবল ১ দিনের বিরতি ছিল। প্রস্তুতির সময় তাই খুব বেশি ছিল না। ৩ এপ্রিল করাচিতে ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশ দলের। ৫ এপ্রিল থেকে টেস্ট। পরিবর্তিত সূচিতে টেস্ট ম্যাচের তারিখ বদলায়নি, তবে ওয়ানডে ম্যাচটি হবে ১ এপ্রিল। টেস্টের প্রস্তুতির জন্য তাই ৩ দিন সময় পাচ্ছে বাংলাদেশ দল।
ওয়ানডে ম্যাচ এগিয়ে আসায় বাংলাদেশ দলের সফরের স্থায়িত্বও বেড়ে গেছে। আগামী ২৯ মার্চ ঢাকা ছাড়বে দল। গত মাসে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে।
নিরাপত্তা শঙ্কা নিয়ে অনেক টানাপোড়েনের পর চূড়ান্ত হওয়া এই সিরিজ নিয়ে অবশ্য নতুন সঙ্কট তৈরি হয়েছে করোনাভাইরাস নিয়ে। এই ভাইরাসের কারণে করাচিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল–কলেজ। সফর নিয়ে তাই পিসিবির সঙ্গে নতুন করে আলোচনা করবে বলে জানিয়েছে বিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।