স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ হয় কিছুটা চমক রেখেই। দলে নতুন পাঁচজনকে অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু বাদ পড়ে যান তিন সংস্করণের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার সৌম্য সরকার। অবাক করার মতো ঘটনা হলেও বিসিবি মারফত জানা গেছে, জাতীয় দলের বাঁহাতি এই ব্যাটসম্যান বাদ পড়েছেন ‘ভুল করে’।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘তালিকা ছোট করার সময়ই ওর নাম বাদ পড়ে গেছে। সৌম্য থাকছে সাদা বলের চুক্তিতে। ২৪ জনের মধ্য থেকে আমরা কাটছাঁট করেছি। ওই সময়ে একটু ভুল হয়ে গেছে’
প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তির জন্য ২৪ জনের তালিকা জমা দিয়েছিল নির্বাচকেরা। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েসসহ আরও তিন ক্রিকেটারকে বাদ দিয়েও তালিকায় শেষ পর্যন্ত রয়ে যায় ১৬ জনের নাম। এর মধ্যে সৌম্যের বাদ পড়ার বিষয়টিতে প্রশ্নের জন্ম দেয়।
গত বছর তিন সংস্করণে বাংলাদেশের খেলা ৩০টি ম্যাচের ২৫টিতেই ছিলেন সৌম্য। টেস্ট ও ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বাদ পড়ার পরও তিনি ফিরছেন সাদা বলের চুক্তিতে। এতে স্বস্তি বাড়বে বাংলাদেশ ক্রিকেট দলের।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিভুক্ত হলেন যারা-
সব সংস্করণের ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন- তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
শুধু টেস্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন- মুমিনুল হক সৌরভ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন চৌধুরী। নান্নুর বক্তব্য অনুযায়ী এই তালিকায় যুক্ত হবে সৌম্য সরকার।
ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।
নতুন করে ২০২০ সালের চুক্তিতে ঢুকেছেন যারা- নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ।
চুক্তি থেকে বাদ পড়েছেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ, রুবেল হোসেন, সাদমান ইসলাম অনিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।