স্পোর্টস ডেস্ক: নিল ম্যাকেঞ্জির বিদায়ের পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শক পদে নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে তিনি যোগ দেয়ার আগেই সরে দাঁড়ান। তা সত্ত্বেও বিসিবির দীর্ঘমেয়াদি কোচ নিয়োগের তালিকায় এখনও রয়েছেন ম্যাকমিলান।
ম্যাকমিলান সরাসরি শ্রীলংকা যেতে চেয়েছিলেন। সেখানেই তার বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার কথা ছিল।
হঠাৎ বিসিবি জানায়, আগে সব কোচকে বাংলাদেশে আসতে হবে। এরপর ১৯ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাবার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে অপারগতা জানিয়েছেন ম্যাকমিলান। পরে শ্রীলংকা সফর ভেস্তে যায়।
নতুন ব্যাটিং কোচ নিয়োগ সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ব্যাটিং পরামর্শক নেয়ার কথা মূলত জাতীয় দলের শ্রীলংকা সফরকে কেন্দ্র করেই হচ্ছিল। প্রাথমিকভাবে যাকে আমরা নিয়েছিলাম সেই ম্যাকমিলান পারিবারিক কারণে আসতে পারেননি। আমাদের ওই নিয়োগটা হয়েছিল শুধু একটি সফরকে ঘিরে। এখন আমরা দীর্ঘমেয়াদি নিয়োগ দেব।
তিনি বলেন, তার (ম্যাকমিলান) সঙ্গে যোগাযোগ আছে। তখন তার যোগ দেয়ার মতো অবস্থা ছিল না। এখনও তিনি আমাদের পরিকল্পনায় রয়েছেন।
এদিকে করোনার কারণে মুজিববর্ষ টি ২০ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এখনও পরিকল্পনায় রয়েছে মুজিববর্ষ টি ২০ টুর্নামেন্ট।
সিইও বলেন, আমাদের পরিকল্পনায় এখনও রয়েছে। কিন্তু বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে এ মুহূর্তে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সেটা সম্ভব। পরিস্থিতি স্বাভাবিক হলে এ টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।