অস্ট্রেলিয়ার গবেষকরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন অদ্ভুত আকৃতির এবং বৈচিত্রে ভরা কিছু সামদ্রিক প্রাণীর সন্ধান পেতে। অবশেষে তারা সফলও হলেন। গতকাল অস্ট্রেলিয়ার পশ্চিম অংশের মেরিন পার্কে ১৫০০ মাইল পর্যন্ত খোঁজার পর অদ্ভুত আকৃতির কিছু মাছের সন্ধান পাওয়া যায়।
এ মাছের গায়ে আঠালো জাতীয় পদার্থ লক্ষ্য করা যায়। এ গবেষক দলের একজন সদস্য Tim O’Hara বলেন যে, বেশ কিছুদিন ধরেই ভিন্ন বৈচিত্রের অধিকারী কিছু সামগ্রিক প্রাণীকে খোঁজার চেষ্টা করছি আমরা।
Today is the day! I finally met the bony eared assfish! 😆 #voyagetotheunknown #InvestigatingtheIOT #RVInvestigator #deepwaterfish @museumsvictoria @CSIRO #TeamFish pic.twitter.com/jgSYCE9fN7
— Tiffany Sih, PhD (@TiffoFisho) July 7, 2021
Tim O’Hara বিশ্বাস করেন যে, অস্ট্রেলিয়ার পশ্চিম দিকের সামরিক অঞ্চল প্যাসিফিক এবং ভারত মহাসাগরকে যুক্ত করেছে। এখানে এমন সামুদ্রিক প্রাণীও রয়েছে যা ডাইনোসর যুগ থেকে বিবর্তন হয়ে আসছে।
ঐ গবেষক দল অনেক আগ্রহ নিয়ে সমুদ্রের অভ্যন্তরে নতুন জীবন ও তার বৈচিত্র্যে ভরা বৈশিষ্ট্য নিয়ে স্টাডি করছেন। এরকম মাছ তারা খুঁজে পেয়েছেন যাদের নিজেদের ডানা রয়েছে এবং তা দিয়ে পানির অপরের দিকে ঝাঁপ দিতে পারে।
এসব মাছ যখন বড় আকারের সামুদ্রিক প্রাণী থেকে বাঁচার চেষ্টা করেন তখন সৈকতে থাকা সামুদ্রিক পাখির শিকারে পরিণত হয়। এসব মাছের চোখের আকার বেশ ছোট।
খুঁজে পাওয়া এসব মাছের দেহ কিছুটা সোনালী রঙের। সমুদ্রের অত্যন্ত গভীরে ব্যাটফিস বাস করে থাকে। এটি দেখতে খুবই আকর্ষণীয়। Anglerfish এর সাথে এ ধরনের সামগ্রিক প্রাণীর বৈশিষ্ট্যের সম্পর্ক রয়েছে।
আপনি শুনে অবাক হবেন যে এসব মাছ সমুদ্রের সারফেসে হাঁটতেও পারে। তার জন্য ছোট আকারের অভিযোজিত পা তাদের বডিতে সংযুক্ত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।