জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মৃত বিড়ালকে নিয়ে থানায় হাজির হয়েছে এক কিশোরী।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় বিড়াল হত্যার বিচার চেয়ে ওই কিশোরীর মা আকলিমা আক্তার শারমিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ দেওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের মো. কালাম শেখের স্ত্রী আকলিমা আক্তার শারমিন ও তার মেয়ে আছিয়া আক্তার (১৩)।
কিশোরী আছিয়া জানান, আমি ছোটবেলা থেকে এই বিড়ালটাকে পালতাম। রোববার দুপুরে আমাদের প্রতিবেশী মৃত সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা বিড়ালটাকে কাঠ দিয়ে আঘাত করে। এ সময় বিড়ালটিকে নিয়ে পশু হাসপাতালে যাই। পরে তারা বলেন বিড়াল নাকি মারা গেছে।
তিনি আরও জানান, মৃত বিড়ালকে নিয়ে থানায় আসি অভিযোগ দায়ের করতে। কিন্তু পুলিশ প্রথমে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। পরে আম্মুর কথায় তারা অভিযোগ নেয়। আমার বিড়াল হত্যার বিচার চাই।
সিরাজদিখান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, রোববার দুপুরে বিড়ালটি যখন নিয়ে আসা হয়, তখন সেটি মৃত অবস্থায় ছিল।
এ বিষয়ে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসলাম বলেন, রোববার দুপুরে বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।