Advertisement
জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামে অভিযান চালানো হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুদ্দিন গিয়াস জানান, ওই গ্রামে ৮ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বরপক্ষ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
বরপক্ষের নাম ও পরিচয় ওই মাদ্রাসাছাত্রীর পরিবার বলেনি। পরে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে শিক্ষার্থীর বাবাকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়। মেয়ের পূর্ণাঙ্গ বয়স হবার আগে বিয়ে দিবে না এমন শর্তে মুছলেকা নিয়ে বাবাকে ছেড়ে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।