জুমবাংলা ডেস্ক : নাটোরে বিয়ের কথা বলে এক গার্মেন্টসকর্মীকে ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনায় প্রেমিকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত দু’দিন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা গণধর্ষণের ঘটনা এবং অপরাধীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- হরিশপুর এলাকার সাদিক শেখের ছেলে সাদ্দাম-২৬, হানিফ-মন্ডলের ছেলে ফারুক মন্ডল-২৭, আব্দুল কাদেরের ছেলে রুবেল পাটোয়ারী এবং পাটুল গ্রামের বাসের ড্রাইভার রাশেদ মিয়া-২৫।
পুলিশ সুপার জানাান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালি কদমতলী গ্রামের একটি গার্মেন্টসে কাজ করতো। আরপি পরিবহনে যাতায়াতের পথে হেলপার রাশেদুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ আগস্ট রাশেদুল গার্মেন্টসকর্মীকে বিয়ের প্রলাভন দেখিয়ে নাটোরে ডেকে নিয়ে হরিশপুর এলাকার আব্দুল্লাহর বাড়িতে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।