বিয়ের তিন বছর পর হিন্দু ধর্ম গ্রহণ করলেন রাহুলের স্ত্রী নাতালিয়া!

বিনোদন ডেস্ক : রাহুল মহাজন হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। তিনি বার বার ঘুরে ফিরে শিরোনামে এসেছে তাঁর দাম্পত্য জীবনের কারণে। মুম্বইয়ের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা প্রমোদ মহাজনের ছেলে রাহুল। ঘটা করে স্বয়ম্বর করে বাঙালি মডেল ডিম্পি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেন Rahul Mahajan। তবে ডিম্পির আগে শ্বেতা সিং –এর সঙ্গে বিয়ে করেন। তবে দুটি বিয়ে ভেঙে যায় রাহুলের কারণ ছিল গার্হস্থ্য হিংসা। ২০১৮ সালে রাহুল-নাতালিয়ার সঙ্গে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হয়। সেই সময় সকলকে লুকিয়ে যান তাঁর ও রাশিয়ান কন্যা নাতালিয়ার বিয়ে। অবশেষে ‘স্মার্ট জোড়ির’ মঞ্চে প্রথম আত্মপ্রকাশ করেন রাহুল মহাজনের তৃতীয় স্ত্রী নাতালিয়া।

রাহুল যখন তৃতীয়বার বিয়ে করেন তাঁর বয়স ৪৩ আর নাতালিয়ার বয়স ২৫। স্মার্ট জোড়ি মঞ্চে তাঁদের বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল বলেন, নাতালিয়া প্রথমে আমাকে ওর মায়ের সঙ্গে রিলেশনশিপের কথা বলেছিলেন, কারণটা থিল আমাদের বয়সের ব্যবধানের জন্য।’ রাহুলের কথায়, “নাতালিয়া আমায় বলেন আমার মা কিন্তু বেশ হট”। সঙ্গে সঙ্গে রাহুল বলেন, “আমার তখন মনে হয়েছিল, ও ওর মায়ের বয়সী হলে ওকেও হট দেখাবে।”

রাহুল স্মার্ট জোড়ির মঞ্চে আরও বলেন, আমার প্রথম দুটি বিয়ে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। তাই আমি অনুভব করেছিলাম, লোকের নজর লেগে যাচ্ছে। এটাও নষ্ট হতে পারে। তাই এবার লো প্রোফাইল বিয়ে করার কথা ভাবলাম। মুম্বইয়ের মালাবার পাহাড়ে চার-পাঁচটি মন্দির আছে, সেই মন্দিরের মাঝখানে আমাদের বিয়ে হয়েছিল। আমাদের পণ্ডিতজি বলেছিলেন, এই রকম কুণ্ডলী বিগত ৬০০০ বছরে মেলেনি, যতটা আমাদের মিলেছিল। আমরা ১০-১৫ বছর রক্ষীর সামনে বিয়ে করি যাতে কোনও ছবি উঠতে না পারে।

নাতালিয়া বিয়ের আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করবেন। সেইমতো বিয়ের পরই হিন্দুধর্ম গ্রহণ করেন রাহুলের স্ত্রী নাতালিয়া। ও রাশিয়ান কিন্তু হিন্দু ধর্ম করেছে। রাহুল জানান তাঁর ও নাতালিয়ার জুটিকে তিনি শিব-পার্বতীর মতো দেখেন। প্রথমবার রাদুল মহাজন বিয়ে করেন ২০০৬ সালে তা দীর্ঘ হয় ২০০৮ পর্যন্ত। তারপর ডিম্পি গঙ্গোপাধ্যায়কে ২০১৫ সালে বিয়ে করেন সেই দাম্পত্য মোটে পাঁচ বছর স্থায়ী হয়। এই মুহূর্তে দুই ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে দুবাইতে সংসার পেতেছেন ডিম্পি।