গত শনিবার (২৮ আগস্ট) ভোররাত রাত থেকে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী গ্রামের রানা মিয়ার বাড়িতে অনশন শুরু করেন তার প্রেমিকা দাবি করা ওই তরুণী।
রানা মিয়া ওই গ্রামের মো. মজলু মিয়ার ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি রানা মিয়া বিয়ে করবেন বলে ছুটি নিয়ে বাড়িতে আসেন। রানা তার চাচাতো বোনকে বিয়ে করবে জানতে পেরে শনিবার ভোরে নিজের বাড়ি ছেড়ে প্রেমিক রানার বাড়িতে এসে অবস্থান নেয় ওই তরুণী। এরপর থেকে রানা পলাতক রয়েছেন।
অনশনে থাকা তরুণী সাংবাদিকদের জানান, গত ৩ বছর যাবত রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এমনকি একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। তার সবকিছু শেষ করেছে রানা। বিয়ে না করলে আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন ওই তরুণী।
ওই তরুণী আরও জানান, গতকাল থেকে রানার পরিবারের লোকজন তাকে খাবার জন্য এক গ্লাস পানিও দেয়নি। এমনকি যে ঘরে বসে আছি সেই ঘরের বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছে।
এ বিষয়ে জানতে পুলিশ সদস্য রানার মোবাইলে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী সাংবাদিকদের জানান, বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।