Advertisement
স্পোর্টস ডেস্ক : মাত্র কিছু দিন হলো বিয়ের পীড়িতে বসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন টাইগার ওপেনার সৌম সরকার। বিয়ের পর বুধবার বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলবদল করতে এসে বেশ রসিকতা করতে হয়েছে বাঁ হাতি এই ব্যাটস ম্যানকে।
বিয়ের পর শারীরিক উন্নতি নিয়ে বন্ধুদের রসিকতার এক পর্যায়ে সৌম বলে বসলেন, কই, খেতে পেরেছি কোথায়? বিয়ের দিন বিরিয়ানি খুব একটা খেতে পারিনি। নতুন জামাইয়ের এমন রসিক জবাবে বেশ জমে উঠেছিল উপস্থিতি।
সৌম সরকার বলেছেন, বিয়ের পর খুব বেশি মোটা হলেও ওজন বেড়েছে এক কেজির মত। আর ওজন বাড়ার কারণ হিসেবে দায়ি করছেন বিয়ে বাড়ির মিষ্টিকে। যেহেতু নিজেই বর তাই মিষ্টির চাপটা তার উপর একটু বেশিই ছিল বলে জানিয়েছিলেন সৌম।
প্রিমিয়ার লিগের দলবদল করতে আসা সৌম্য সরকারকে আজ নতুন জামাই হিসেবেই বরণ করে নিয়েছিল সতীর্থরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।