বিনোদন ডেস্ক: গত বছর মে মাসে বিয়ের পিঁড়িতে বসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। স্বামী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী হিশাম চিশতি।

তমা পরিকল্পনা করেছিলেন, বিয়ের পরপরই মধুচন্দ্রিমায় যাবেন। তবে হিশামের ব্যবসায়িক ব্যস্ততায় সেটা হয়নি। এর পরপরই করোনা মহামারি হাজির। অবশেষ দুজনের একসঙ্গে ঘোরাঘুরির সুযোগ মিলল। বিয়ের দেড় বছর পর হানিমুনে গেলেন এই তারকা।
গত ১১ অক্টোবর এ দম্পতি দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছেন।
যাওয়ার আগে তমা মির্জা বলেন, ‘বিয়ের পরপরই হানিমুনে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা হয়নি। এরপর তো করোনার সময় ঘরবন্দি ছিলাম। কোথাও যাওয়া হয়নি। মহামারি কমে আসাতে এবার একসঙ্গে যাচ্ছি।’
তমা জানান, সব ঠিক থাকলে চলতি মাসের ১৭ তারিখ দেশে ফিরবেন তিনি।
এদিকে, তমার হাতে বর্তমানে তিনটি ছবির কাজ আছে। এগুলো হলো- ‘ফ্রম বাংলাদেশ’, ‘পাপকাহিনী’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।
এরমধ্যে ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ। শুধু ডাবিংয়ের কাজ বাকি। বাকি দুটির শুটিং অসমাপ্ত অবস্থায় আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



