বিনোদন ডেস্ক: লাক্স তারকা প্রসূন আজাদ। গিয়াস উদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেছেন। তারপর ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার তৃতীয় অবস্থান অধিকার করে আলোচনায় আসেন।
গত ৩০ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেছেন প্রসূন আজাদ। খুব সীমিত আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। পাত্র হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ী ফারহান গাফফারকে।
বিয়ের পরই সুখবর পেয়েছেন প্রসূন আজাদ। মুক্তির অনুমতি পেয়েছে তার অভিনীত ‘পদ্মাপুরান’ সিনেমাটি। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ।
তিনি বলেন, ‘পদ্মাপুরান একটা যুদ্ধ ছিল আমাদের জন্য। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না এ অসাধ্য সাধন। পুরো কৃতিত্ব টিমের। কোভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ইনশাআল্লাহ একটা ভালো দিনে হলে রিলিজ দিতে চাই।’
পূণ্য ফিল্মসের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, প্রসূন আজাদ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, জয়রাজ, হেদায়েত নান্নু, সুচনা সিকদার, রেশমী, সাদিয়া তানজিন প্রমুখ।
রাশিদ পলাশের প্রথম সিনেমা ‘নাইওর’। ২০১৫ সালের শুরুতেই ওই সিনেমার কাজ শুরু করেন তিনি। তার দ্বিতীয় সিনেমা ‘পদ্মাপুরান’। প্রথমবারের মতো বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন তিনি। ‘প্রীতিলতা’ শিরোনামের ওই সিনেমার কাজ প্রায় শেষের দিকে। সম্প্রতি পোস্টার উন্মোচন করেছেন ‘প্রীতিলতা’ সিনেমার।
প্রসূন আজাদের প্রথম সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এটি নির্মাণ করেছিলেন কাজী হায়াৎ। এরপর ‘অচেনা হৃদয়’, ‘মুসাফির’, ‘ইউটার্ন’, ‘মৃত্যুপুরী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে প্রসূন আজাদ অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, রাশিদ পলাশের ‘পদ্মাপুরান’, জায়েদ রেজওয়ানের ‘মৃত্যুপুরী’ ও নিশীথ সূর্যের ‘পায়রার চিঠি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।