বিয়ের পর ক্যাটরিনার গোপন তথ্য ফাঁস!

বিনোদন ডেস্ক: ক্যাটরিনার গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। বলিউড ডিবা ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে একেক সময় একেক রকম তথ্য সামনে এসেছে। তবে বিয়ে নিয়ে কোনো রকম তথ্য ক্যাটরিনা নিজে প্রকাশ করেননি। তবে কথায় আছে যা কিছু রটে তার কিছু তো ঘটে।

ক্যাটরিনা ও ভিকির বিয়ের আগে নেট মাধ্যমে ছড়ায় যে শ্বশুড় বাড়ির ভাষা শিখছেন অর্থাৎ পাঞ্জাবি শিখছেন ক্যাটরিনা কাইফ। এবার তার সত্যতা মিলল। জানা গেল, বিয়ের অনুষ্ঠানে কেবল পাঞ্জাবি ভাষাতেই কথা বলেছেন অভিনেত্রী। এ কথা ফাঁস করেছেন ভিকির বোন উপাসনা এবং তার স্বামী অরুণেন্দ্র কুমার।

জন্মসূত্রে ব্রিটিশ বংশধূত ক্যাটরিনা বলিউডে একটা লম্বা সময় ধরে হিন্দি বলতে গিয়েও অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। এমনকি শুরুর দিকে নিজের সিনেমার ডাবিংও করতেন না তিনি। এখন অবশ্য হিন্দি বেশ খানিকটা সরগড় ক্যাট। তবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আলাপ জমাতে রীতিমতো পাঞ্জাবি শিখে নিয়েছেন অভিনেত্রী। বাড়িতে শিক্ষক রেখে এ ভাষা রপ্ত করেছেন ক্যাট।

ইনস্টাগ্রামে ভিকি-ক্যাটরিনার ভক্তদের বেশ কিছু প্রশ্নের জবাব দেন তারা। সেখানে একজন জানতে চায়, ক্যাটরিনার পরিবারের মানুষজনের কেমন?

জবাবে ভিকির বোন উপাসনা বলেন, অসাধারণ, সবাই খুব ভালো। অপর একজন প্রশ্ন রাখেন, ক্যাটরিনা কি বিয়েতে পাঞ্জাবি বলেছেন? হাসিমুখে নায়িকার ননদের জবাব, বিশ্বাস করবেন না সম্পূর্ণ বিয়ের আসরে ক্যাটরিনা শুধু পাঞ্জাবিতেই কথা বলেছেন।

উপাসনা বোহরা এবং তার স্বামী অরুণেন্দ্র কুমার নিজেদের ইউটিউব চ্যানেলে সম্প্রতি তুলে ধরেছেন ভিকি-ক্যাটরিনার রাজকীয় বিয়ের ভেন্যুর ঝলক। অতিথিদের আপ্যায়নের জন্য কেমন ব্যবস্থা ছিল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় তা ধরা পড়েছে জুটির ব্লগে।

অরুণেন্দ্র নিজের ইউটিউব ব্লগে যে ভিডিও তুলে ধরেছেন সেখানে বিলাসবহুল অতিথিদের রুম দেখলেই আপনার মনে একটা রাজকীয় ভাব আসবে। রাজমহলের ধাঁচে বানানো ঘরের ইন্টেরিয়রের কাজ, বিভিন্ন অ্যান্টিক জিনিস ব্যবহার করা হয়েছে ঘরগুলি সাজাতে।

এদিকে উপার্জন ও খ্যাতির ওপর ভিত্তি করে ফোর্বস ম্যাগাজিন ২০১৯ সালের সেলেব্রিটিদের তালিকায় শীর্ষ ১০০-তে রেখেছিলেন ভিকি ও ক্যাটরিনা দুজনই। তাছাড়া ‘জিরো’ ও ‘থাগস অব হিন্দুস্থান’র মতো ছবিতে অভিনয় করে সে বছর ৩৭ কোটি টাকা আয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। উপার্জনে যেমন এগিয়ে, সম্পত্তির হিসাবেও তেমনি এগিয়ে এই দম্পতি।

মাত্র ৪০টি সিনেমায় অভিনয় করেই প্রায় ২২৪ কোটি টাকার মালিক হয়েছেন ক্যাটরিনা। একেকটি সিনেমার জন্য ১১ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তাছাড়া ব্র্যান্ড প্রমোশনে প্রতিবার তার ডিমান্ড থাকে ৬ থেকে ৭ কোটি।

ভিকি-ক্যাটরিনার বিয়েতে গোপন কোড!