বিয়ের পর স্বামীকে নিয়ে বড় দু:সংবাদ পেলেন মিম, হানিমুন যাত্রা স্থগিত

বিনোদন ডেস্ক: ৪ জানুয়ারি বিয়ের পর ১১ জানুয়ারি বর সনি পোদ্দারকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যাওয়ার কথা ছিলো চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। কিন্তু মাঝখানে বাঁধা হয়ে দাঁড়ালো ক’রোনা! মিমের বর ক’রোনাক্রান্ত হওয়ায় শেষ সময়ে এসে হানিমুনের সিদ্ধান্ত বাতিল করলেন নায়িকা।

৯ জানুয়ারি ক’রোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের বর সনি পোদ্দার ক’রোনা পজিটিভ। মিম জানালেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও ক’রোনা পজিটিভ। এ অবস্থায় ১৫ জানুয়ারির অনুষ্ঠানও আপাতত স্থগিত করেছেন মিম।

মিম জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়ায় সবারই ক’রোনা পরীক্ষা করানো হয়। এরমধ্যে অনেকের কোভিড রেজাল্ট পজিটিভ এসেছে।

মিমের ঘনিষ্ঠজনরা আশঙ্কা করছেন, অভিনেত্রীরও সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রকট। এমনকি বিয়েতে যাওয়া অতিথিদেরও ক’রোনা টেস্ট করার অনুরোধ করছে মিমের পরিবার।

বর সনি পোদ্দারের ক’রোনা পজি’টিভ হলেও জটিল কোনো সমস্যা নেই বলে জানালেন মিম।

৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চিত্রনায়িকা মিম বিয়ে করেন ব্যাংকার সনি পোদ্দারকে। এরপর পারিবারিক নানা আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায়। আগামি ১৫ জানুয়ারি গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এই দম্পতির বিশেষ আয়োজনের কথা ছিলো। তবে আপাতত সেই অনুষ্ঠানও স্থগিত রাখছেন মিম।

মিমের সিঁথিতে সিঁদুর, মাথায় রবীন্দ্রনাথ