বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও থিয়েটারকর্মী অপর্ণা ঘোষের বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রের নাম শক্রজিৎ দত্ত। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। সোমবার রাতে অপর্ণার বাগদানের খবর নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
রাত ১১টার দিকে ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে অপর্ণা ঘোষ ও তার হবু স্বামী শক্রজিৎ দত্তকে শুভকামনা জানান। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে এটি (বাগদান) সম্পন্ন হলো। শুভকামনা, অপর্ণা ঘোষ ও শক্রজিৎ দত্ত।’
ইরফানের সেই পোস্টে বিভিন্ন তারকাসহ সাধারণ মানুষ অপর্ণা ঘোষকে শুভকামনা জানান এবং দোয়া-আশির্বাদ করেন।
অপর্ণার ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানায়, ‘পরিবারের লোকজনের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় তার বাগদান সম্পন্ন হয়। আগামী ১০ ডিসেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, অপর্ণার হবু বর শত্রুজিৎ একটি জাপানি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। আশীর্বাদ অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়া শোবিজের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
অপর্ণা ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব। নান্দনিক অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


