বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার যেমন ঠোঁটকাটা স্বভাব আবার তেমনি সুন্দরীও। তার রূপের প্রশংসা করেন না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। বলা চলে, টালিপাড়ার অনেকের ‘ক্রাশ’ শ্রীলেখা। তার সঙ্গে প্রায়সই ডেটে যেতে চান অনেকেই।
বর্তমানে ভেনিস মাতাচ্ছেন এ অভিনেত্রী। চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে গিয়েছেন তিনি। অবাক করার মতো ব্যাপার হলেও সত্যি, ভেনিসে গিয়ে বিয়ের প্রস্তাব পেয়েছেন শ্রীলেখা মিত্র। স্থানীয় একটি রেস্তোরাঁর সুদর্শন এক যুবক তাকে এ প্রস্তাব দিয়েছেন।
নিজের ফেসবুকে ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন শ্রীলেখা। জানিয়েছেন, ওই ওয়েটারের রূপে মুগ্ধ শ্রীলেখা। তাই দাম জিজ্ঞেস না করেই এক প্লেট মাছ অর্ডার করে ফেলেছেন। যার জন্য শ্রীলেখাকে গুণতে হয়েছে ৬৩ ইউরো, যা ভারতীয় রুপিতে প্রায় পাঁচ হাজার।
ওই যুবকের সঙ্গে আলাপ করে শ্রীলেখা জানতে পারেন, রেস্তোরাঁর কাজের পাশাপাশি মডেলিং করেন। তার আর শ্রীলেখার জুটি ভাল জমবে।
বিয়ের প্রস্তাবে রাজি কিনা জানতে চাইলে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘মাথা খারাপ? কুকুর, নিজের মেয়েকে সামলানোর পর অত ছোট প্রেমিককে সামলাতে পারব না! ও আমার মেয়ে মাইয়্যার প্রেমিক হওয়ার যোগ্য!’
খোঁজ নিয়ে জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে দেশটিতে গিয়েছেন শ্রীলেখা। উৎসবে প্রদর্শন হবে শ্রীলেখা অভিনীত ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত। ৭ সেপ্টেম্বর সেখানে প্রদর্শন হবে সিনেমাটি।
ওইদিন রেড কার্পেটে হাটবেন শ্রীলেখা। তার আগে পুরো দেশটি ঘুরে দেখছেন তিনি। সে সব ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।