Advertisement
জুমবাংলা ডেস্ক : বাল্যবিয়ে করতে গিয়ে হাতেনাতে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়লেন বর। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বরকে ফেলে সবাই পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নাসিরপুর কোনাপাড়া গ্রামের আবতাব উদ্দিনের ছেলে মো. মনির মিয়ার সঙ্গে একই গ্রামের মাহফুজ মিয়ার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী এবং সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতারসহ একদল পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়। এ সময় খবর পেয়ে কনের অভিভাবকরা গা ঢাকা দেন। পরে বরকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



