জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাই থেকে পালিয়ে চট্টগ্রামে বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে অপ্রাপ্তবয়স্ক ছয় কিশোর-কিশোরী। শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার রেল স্টেশন এলাকা থেকে ওই ছয় কিশোর-কিশোরীকে থানায় নিয়ে আসে পুলিশ। এদের মধ্যে দুই কিশোর নবম এবং এই কিশোর অষ্টম শ্রেণির; তিন কিশোরীর দুজন ষষ্ঠ এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিয়ের প্লান মোতাবেক শাড়ি ও কসমেটিকসও কিনে এনেছিল তারা। কিন্তু তাদের বিয়েতে বাঁধ সাধলো চট্টগ্রামের বেরসিক পুলিশ। পুলিশের হাতে পরে ফিরতে হবে অভিভাবকের কাছে।
ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করা কোতোয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন বলেন, সন্ধ্যায় রেল স্টেশনে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের দেখে সন্দেহ হয়। এসময় জিজ্ঞাবাদ করলে তাদের দুই জন নিজেদের ‘স্বামী-স্ত্রী’, অন্যরা ‘বন্ধু-বান্ধবী’ পরিচয় দেয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ঢাকা থেকে পালিয়ে তারা ছয়জনই বিয়ে করতে চট্টগ্রামের আসার কথা স্বীকার করে। তখন আমরা তাদের থানায় নিয়ে আসি।’
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, ‘জিজ্ঞাসাবাদে ওই কিশোর-কিশোরীরা জানিয়েছে, বিয়ে করার জন্য তারা পালিয়ে চট্টগ্রাম এসেছে। থানায় এনে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করি আমরা।’
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া কিশোর-কিশোরীরা সবাই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের দুই কিশোরীর মা প্রবাসী শ্রমিক। পারিবারিকভাবে অজ্ঞতা থাকায় তাদের একটি পরিবার বাল্য বিয়ে দেওয়ার আয়োজন করছিল। পারিবারিক বন্ধন দৃঢ় না হওয়ায় তারা পরিবার ছেড়ে পালিয়ে এসেছে।’
‘শনিবার সকালের মধ্যে ছয় কিশোর-কিশোরীর পরিবারের সদস্যরা চট্টগ্রামে পৌঁছাবে।’— যোগ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।