দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন বিশ্বকাপজয়ী টাইগার ক্রিকেটার

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন বিশ্বকাপজয়ী টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপজয়ী টাইগার ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন শামীম নিজেই।

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন বিশ্বকাপজয়ী টাইগার ক্রিকেটার

পাত্রী শামীমেরই দীর্ঘদিনের প্রেমিকা ইউসরা জাহান নূর।ইউসরা শামীমের এক সময়ের ক্লাসমেট, ছিলেন বিকেএসপিতে। এখন আইন নিয়ে পড়ছেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে আইন বিষয়ে পড়ালেখা করছেন। শামীম নিজের স্ত্রীর সঙ্গে ছবি ফেসবুক পেইজে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন,

‘সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

বামহাতি এই হার্ডহিটিং ব্যাটসম্যান বাংলাদেশকে প্রথম বৈশ্বিক শিরোপা এনে দেওয়ার অন্যতম নায়ক। হার্ডহিটার এই ব্যাটসম্যান ব্যাট হাতে যেমন বিধ্বংসী বল হাতেও অফস্পিনে বেশ কার্যকরী। বাংলাদেশের প্রথম বিশ্বজয়ের মঞ্চে ব্যাট হাতে অসাধারণ কিছু না করতে পারলেও বল হাতে গুরুত্বপূর্ণ ৫ উইকেট তুলে নিয়েছিলেন শামীম।

জাতীয় দলের হয়ে শামীমের অভিষেক হয়েছিল ২০২১ সালের জুলাইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই নজর কেড়েছিলেন এ তারকা, আশা দেখিয়েছিলেন বাংলাদেশের ফিনিশিং সমস্যা সমাধানের। রোডেশীয়দের বিপক্ষে সেদিন ১৩ বলে ২৯ রানের জমকালো এক ইনিংস খেলেছিলেন ২২ বছর বয়সী তারকা। পরের ম্যাচে ১৫ বলে করেন ৩১ রান।

ওই সিরিজের পর শামীম খেলেছেন আরও ৮ ম্যাচ। তবে অভিষেক সিরিজের মতো নিজেকে আর মেলে ধরতে পারেননি তিনি। জাতীয় দলের জার্সিতে সবমিলিয়ে শামিম করেছেন ১২৪ রান। যার গড় ১৫.৫০ ও স্ট্রাইক রেট ১১১.৭১।

সাইকেলের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না