মাহি গিল এমন একজন ভারতীয় অভিনেত্রী যার অভিনয় ও কাজের কথা জানা গেলেও তার ব্যক্তিগত জীবনের কোনো খবর সেই ভাবে জানা যায় না। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। বিয়ে না করেও তিন বছরের একটি কন্যা সন্তানের মা অভিনেত্রী মাহি গিল।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মাহি জানান, তার ‘বয়ফ্রেন্ড’ আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, তার একটি তিন বছরের মেয়েও রয়েছে। তার মেয়ের নাম ভেরোনিকা। মেয়েকে নিয়ে থাকেন মুম্বাইতে। আর তার প্রেমিক থাকেন গোয়াতে। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে গোয়ায় যান মাহি।
৪৩ বছরের এই বলিউড অভিনেত্রী এক প্রশ্নের জবাবে বলেন, বিয়ে না করেও পরিবার-সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। আমি খুব গর্বিত যে আমি ‘সিঙ্গেল মাদার’। বিয়ে এখনও করিনি। যখন আমি বিয়ে করতে চাইবো, করে ফেলবো। তবে ভেরোনিকা তার নিজের সন্তান নাকি তাকে তিনি দত্তক নিয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেন নি বলিউড অভিনেত্রী মাহি গিল।
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছরের অভিনয় ক্যারিয়ারে গুলাল, দাবাং, পান সিং তোমার, বুদ্ধা ইন ট্রাফিক জ্যাম ও সাহেব বিবি অউর গ্যাংস্টার ফ্রাঞ্চাইজিসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মাহি। জানা গেছে, ‘ফ্যামিলি অফ ঠাকুরগঞ্জ’ ছবিতে অভিনয় করবেন তিনি। এছাড়াও নির্মাল পাণ্ডের ‘দাবাং থ্রি’ ছবিতে তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।