‘এখন আর গোপনে কিছুই করবো না’

‘এখন আর গোপনে কিছুই করবো না’- বিয়ে নিয়ে আরও যা বললেন শাকিব

বিনোদন ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকায় পা রেখেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার কিছু পর তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে ভক্তরা হাজির হন। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান।

‘এখন আর গোপনে কিছুই করবো না’- বিয়ে নিয়ে আরও যা বললেন শাকিব

এদিন বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব খান। সেখানে গণমাধ্যমকে তিনি জানান, ‘আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাতদিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল।’

এ সময় ব্যক্তিগত জীবন প্রসঙ্গে নায়ক বলেন, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’

ছেলে আব্রাম খান জয়ের প্রসঙ্গে শাকিব খান জানান, ‘ওর (আব্রাম) সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’

এদিকে প্রিয় নায়ককে ফুল দিয়ে বরণ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা রোদ-বৃষ্টি উপেক্ষা করেও শাকিবের জন্য অপেক্ষা করতে থাকেন। দেশে ফিরে তাদের এমন ভালোবাসায় সিক্ত শাকিব। কিছুটা মুহূর্ত তিনি তাদের সঙ্গে কাটিয়েছেন। সেই মুহূর্ত ধরে রাখতে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন নায়ক।

ভক্তদের এমন কাণ্ডে আবেগপ্রবণ হয়ে পড়েন শাকিব খান। তিনি জানান, ‘এক জীবনে এর চেয়ে পাওয়া কিছু হতে পারে না। তাদের ভালোবাসা আছে বলেই শত বাঁধা বিপত্তি পার করে এগিয়ে যাচ্ছি। ফ্যানরা সবসময় আমাকে সাপোর্ট করেছে। তারা না থাকলে আমার অস্তিত্ব থাকতো না।’

এক রাতের জন্য কত টাকা নেন স্বস্তিকা