জুমবাংলা ডেস্ক : চাইনা সাউদার্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে শীর্ষ এজেন্টের স্বীকৃতি পেয়েছে ‘বি ফ্রেশ’। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে চাইনা সাউদার্ন এয়ারলাইন্স আয়োজিত একটি অনুষ্টানে ‘বি ফ্রেশ’কে এ সম্মাননা স্বীকৃতী দেয়া হয়।
বি ফ্রেশের প্রতিনিধির কাছে র্শীষ এজেন্টের পুরস্কার হস্তান্তর করেন চাইনা সাউর্দান এয়ারলাইন্স বাংলাদেশ শাখার জেনারেল ম্যানজোর কই জিয়ান। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ছিলেন চাইনা সাউদার্ন এয়ারলাইন্সের বাংলাদেশ শাখার কর্মকর্তাবৃন্দ ও এভিয়েশন খাতের উদ্যোক্তারা।
অনুষ্ঠানে বি ফ্রেশের ঢাকা শাখার বিক্রয় বিভাগের ডেপুটি ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, এ পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং এর জন্য আমাদের সকল গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের প্রতি এতদিন আস্থা রেখেছেন।
তিনি বলেন, এমি হচ্ছে বি ফ্রেশের ট্রাভেল এবং টিকেটিংয়ের অনলাইন প্লাটফর্ম। ২০২০ সালে গ্রাহকদের জন্য ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেটে আকর্ষণীয় অফার এবং ছাড় দেয়ার কথা ভাবছে বি ফ্রেশের এমি (এমি ট্রাভেল টেকনোলজি)।
গ্রাহকরা এমি থেকে ২৪ ঘন্টা সেবা পাবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বি ফ্রেশের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড চীফ ফয়সাল বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার হতে চাই। ‘AMY API’ ব্যবহার করে আমাদের অনেক ট্রাভেল পার্টনার তাদের গ্রাহকদের খুব সহজে এবং কম রেটে টিকেট দিয়ে সুবিধা দিচ্ছেন। আর্ন্তজাাতিক মানের সেবা প্রদানের লক্ষ্যে গ্রাহকদের হাতে হাতে আমরা পৌঁছে দিয়েছি এমির অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ। যার সাহায্যে গ্রাহকরা খুব সহজেই ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট করতে পারছেন।
২০১৬ সালে প্রতষ্ঠিতি হওয়া ‘এমি’ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সহজ এবং রিয়েল-টাইম অনলাইন ট্রাভলে এজেন্ট বলেও দাবি করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।