বীভৎস শব্দে মেঘ ফেটে হু হু করে বেরিয়ে এল জলের ধারা

আন্তর্জাতিক ডেস্ক : মেঘ ফাটার মত ঘটনা প্রায় বেশিরভাগ সময়ই দুর্ঘটনার সঙ্কেত বয়ে নিয়ে আসে। কারণ যেখানেই মেঘ ফাটে, সেখানেই জলের ধারা বইতে শুরু করে। কিন্তু কী ভাবে মেঘ ফাটে এবং সেখান থেকে জলের ধারা নিচে নেমে এসে সব জলমগ্ন কেমন ভাবে করে দেয়, তা সচরাচর চাক্ষুষ করা যায় না। কিন্তু এবার এমনই একটি মেঘ ফাটার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। ভাইরাল সেই ভিডিওতে মেঘ ফাটার এক অদ্ভুত সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। ভাইরাল সেই ভিডিও দেখে প্রায় সকলেই বেশ অবাক হয়ে যাবে এবং কারণ তারা নিজের চোখে দেখতে পাবে কীভাবে মেঘ ফেটে জলের ধারা আকাশ থেকে নিচে নেমে আসে, সেটা এখন ভাইরাল নিউজ।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, কীভাবে ধীরে ধীরে মেঘ আগে এগিয়ে চলেছে এবং আচমকা সেই মেঘের থেকে জলের ধারা নিচে পড়তে শুরু করে। নিচে থাকা একটি নদীতে সেই জল মিশে যাচ্ছে। সেই মেঘ ফেটে জলের ধারা নিচের নদীতে এসে পরার ফলে ভয়ঙ্কর কিছু ঘটেনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিওর আওয়াজের তীব্রতা খুবই বেশি। সেই ভিডিওতে মেঘ ফাটার এবং তার থেকে জলের ধারা পড়ার আওয়াজের তীব্রতা শুনে সকলেই ভয় পেয়ে যাবে। এই ভিডিও দেখেই অনুমান করা সম্ভব যে, কোনও জায়গায় যখন এই মেঘ ফাটা জলের ধারা এসে পড়ে তখন সেখানকার অবস্থা ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। ভাইরাল হওয়া সেই মেঘ ফাটার ভিডিও থেকে একটি বিষয় পরিষ্কার যে, এই ধরনের মেঘ ফেটে জলের ধারা পড়ার ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি, কারণ এটি নিমেষে সবকিছু ধ্বংস করে দিতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিওর ভিউ ইতিমধ্যেই প্রায় লাখ ছাড়িয়ে গিয়েছে। অনেকেই সেই ভিডিও দেখে চমকে গিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায় মেঘ ফাটার মতো ঘটনা ঘটেছে ইতিপূর্বে। যার ফলে বিশাল বড় আকারের বিপদ ঘটেছে। ভারতে বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল এবং লাদাখের মতো পাহাড়ি এলাকায় এই ধরনের মেঘ ফাটার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।